৮ টা সফল প্রদর্শনীর পর আজ থেকে কোলকাতার বালিগঞ্জে শুরু হল ‘মিশন ইম্পসিবল’-এর ‘পৌষ পার্বন ২.০’ নামাঙ্কিত নবম জীবনশৈলী প্রদর্শনী।
আয়োজক সংস্থার তরফ থেকে জনৈকা রিয়া জানিয়েছেন, “আজ এবং আগামী কাল দুদিন ধরে বালিগঞ্জ ফাঁড়ি এলাকার ‘চৌধুরী হাউস’-এ চলবে প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
আগত দর্শক ও ক্রেতাগণ খাদ্য, পোশাক এবং জ্যোতিষ সম্পর্কিত ১০৬ টা স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী দেখতে ও কিনতে পারবেন। আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রী।