ট্রান্জিস্টার অ্যাপ ডট কম প্রকাশ পেল। বিশিষ্ট শিল্পীদের কন্ঠে রেকর্ড করা অডিও থিয়েটারের অন্যতম সেরা প্ল্যাটফর্ম। সারা দেশের নানা অঞ্চলের স্থানীয় ভাষায় অডিও থিয়েটারের পাশাপাশি থাকছে আরো অনেক চমক। এর নেপথ্যে আছেন তিন প্রবাসী বাঙালি গৌতম সরকার, শুভ্রজিৎ চক্রবর্তী, মনোজ চ্যাটার্জি। কলকাতা প্রেস ক্লাবে অ্যাপ লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচীক শিল্পী জগন্নাথ বসু, উর্মিমালা বসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ বসু।
প্রকাশিত হলঅডিও থিয়েটারের অন্যতম সেরা প্ল্যাটফর্ম ট্রান্জিস্টার অ্যাপ ডট কম
Date:
Share: