‘আইবিএম’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট’ নিবেদিত, গৌতম মিত্র নির্দেশিত, এনায়েত হোসেন প্রযোজিত নতুন বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম ‘আগলে রাখিব’।
গীতিকার ও সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জির নির্দেশনায় মিউজিক ভিডিও অ্যালবাম ‘আগলে রাখিব’-তে গান গেয়েছেন কণ্ঠসঙ্গীত শিল্পী কৌস্তভ শর্মা। পোস্টার ও সঙ্গীত প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে ‘আইবিএম’-এর তরফে জানানো হয়েছে, “এই মিউজিক ভিডিও অ্যালবামে গানের সাথে অভিনয় করতে দেখা যাবে রেহান, নীতিকণা ও অর্ণবকে।”
আজ সাংবাদিক সম্মেলনে অপর আর এক মিউজিক ভিডিও অ্যালবাম ‘মিষ্টি ঠোঁটের হাসি’-র পোস্টার প্রকাশ করে ‘আইবিএম’-এর তরফ থেকে এনায়েত হোসেন জানিয়েছেন, “আমাদের পরবর্তী নিবেদন রূপে আসতে চলেছে ‘মিষ্টি ঠোঁটের হাসি’।”