বহু প্রতিক্ষিত ‘ফাউ দ্য ফুচকা’-র মিউজিক ভিডিও প্রকাশিত হল। ‘এফ এম ডি বাংলা’ ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে। মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি বাংলা-র মালিক রমেশ ভাণ্ডারি, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিধ মুখার্জি, অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস, অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী, সৌমিলী চক্রবর্তী, নির্দেশক দীপঙ্কর নাগ, সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে ও গীতিকার সৌম্যদেব বসু।