একসাথে জুটিতে আসছে তিনজনের নতুন গান “চল হাতটা ধর”

Date:

Share:

এবারে প্রিয়াংকনা শিলাদিত্য এর কন্ঠে আসছে নতুন গান।মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, প্রিয়াংকনা শিলাদিত্য ,অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং ধ্রুবজ্যোতি সরকার! প্রিয়াংকনা শিলাদিত্য এর নিজের লেখা ও সুরে এবং ওনার নিজের কন্ঠে আসবে এই গান, গানের নাম “চল হাতটা ধর”। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা।

প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। ভালোবাসাই হলো প্রতিটি মানুষের জীবনে বেচে থাকার রসদ। কিন্তু সব ভালোবাসা কি পূর্নতা পায় ? মানুষের মন সবসময় সেটাই পেতে চায়, যেটা সে জানে কোনদিন পাবেনা ! এমন এক ত্রিকোন প্রেমের গল্প ফুটে উঠবে এই গানে। পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিও টি তে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

অভিনেত্রী, গায়িকা প্রিয়াংকনা শিলাদিত্য জানান ” এই গানে আলাদা একটা গল্প দর্শকরা উপহার পাবেন। গানের প্রতিটি লাইনে মানুষ নিজেকে খুজে পাবেন। আশা করছি গানটা দর্শকদের ভালো লাগবে”।

অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার জানান “প্রিয়াংকনা ও অঙ্কিতার সাথে কাজের অভিজ্ঞতা দারুন। কলকাতা শহরে নানান জায়গায় শ্যুটিং হয়েছে গানটার। আলাদা একটা ফ্রেশনেস আছে গানটাতে। এটা একটা ভালোবাসার গান। বহুদিন পর এমন একটা গানে কাজ করলাম”।

অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার জানান ” এই গান তিনজন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানটার গল্প দারুন ভাবে সাজিয়েছে। প্রিয়াংকনার সুরে এই গানটা ভীষণ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি উপহার দেবো আমরা এই গানটি দর্শকদের”।

পরিচালক সুব্রত শর্মা জানান “এর আগে নানান ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেদের কে রিলেট করতে পারবেন”। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনাতে ” প্রিয়াংকনা এন্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স” এর ব্যানারে।

Subscribe to our magazine

━ more like this

সাসপেন্স-থ্রিলার ছবিতে বনি-সৌরভ-অমৃতা। নতুন বছরে প্রকাশ্যে ফার্স্ট লুক

এবারে মুখোমুখি এক ছবিতে বনি-সৌরভ-অমৃতা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। অভিনেতা বনি-সৌরভ এর সাথে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম "ঝড়"। ছবির পরিচালনার...

এই শীতে বাজারে এল আধুনিক রূপে “রূপ বডি ম্যাসাজ” অয়েল

ডাঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, বাংলা তথা এই দেশের অন্যতম অন্যতম বিশ্বস্ত ঔষধ প্রস্তুত কারক সংস্থা। এই শীতের মরশুমে এস...

মাত্র দেড় মাসে অপরাধ দমনে অনন্য নজির গুসকারা বিট হাউস পুলিশের

পূর্ব বর্ধমান জেলার গুসকারা বিট হাউস পুলিশ মাত্র দেড় মাসে যেভাবে অপরাধ দমনে নজির গড়েছে, তা জেলা পুলিশ মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন সুত্রে...

Dabur’s Odonil recreates its classic campaign with Jasmin Bhasin

India's #1 Air Freshening brand Odonil from the house of Dabur India Ltd, has unveiled a new campaign, recreating its famous 10 year old...

The 15th edition of World Confluence of Humanity, Power & Spirituality, organised by Universal Spirituality and Humanity Foundation

The 15th edition of World Confluence of Humanity, Power & Spirituality, organised by Universal Spirituality and Humanity Foundation, under the initiative of Kanoria Foundation, will bring together a diverse...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here