এবারে প্রিয়াংকনা শিলাদিত্য এর কন্ঠে আসছে নতুন গান।মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, প্রিয়াংকনা শিলাদিত্য ,অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং ধ্রুবজ্যোতি সরকার! প্রিয়াংকনা শিলাদিত্য এর নিজের লেখা ও সুরে এবং ওনার নিজের কন্ঠে আসবে এই গান, গানের নাম “চল হাতটা ধর”। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা।
প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। ভালোবাসাই হলো প্রতিটি মানুষের জীবনে বেচে থাকার রসদ। কিন্তু সব ভালোবাসা কি পূর্নতা পায় ? মানুষের মন সবসময় সেটাই পেতে চায়, যেটা সে জানে কোনদিন পাবেনা ! এমন এক ত্রিকোন প্রেমের গল্প ফুটে উঠবে এই গানে। পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিও টি তে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।
অভিনেত্রী, গায়িকা প্রিয়াংকনা শিলাদিত্য জানান ” এই গানে আলাদা একটা গল্প দর্শকরা উপহার পাবেন। গানের প্রতিটি লাইনে মানুষ নিজেকে খুজে পাবেন। আশা করছি গানটা দর্শকদের ভালো লাগবে”।
অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার জানান “প্রিয়াংকনা ও অঙ্কিতার সাথে কাজের অভিজ্ঞতা দারুন। কলকাতা শহরে নানান জায়গায় শ্যুটিং হয়েছে গানটার। আলাদা একটা ফ্রেশনেস আছে গানটাতে। এটা একটা ভালোবাসার গান। বহুদিন পর এমন একটা গানে কাজ করলাম”।
অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার জানান ” এই গান তিনজন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানটার গল্প দারুন ভাবে সাজিয়েছে। প্রিয়াংকনার সুরে এই গানটা ভীষণ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি উপহার দেবো আমরা এই গানটি দর্শকদের”।
পরিচালক সুব্রত শর্মা জানান “এর আগে নানান ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেদের কে রিলেট করতে পারবেন”। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনাতে ” প্রিয়াংকনা এন্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স” এর ব্যানারে।