কলকাতায় এই মুহূর্তে ভয়ংকর গরম। চলছে তাপ প্রবাহ । এই গরম থেকে বাঁচতে সবাই এখন ফ্যান বা পাখা কিনতে ব্যাস্ত। তাই আমাদের মতন সাধারণ মানুষের জন্য সুখবর। সুজাতা ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড তাদের নতুন পণ্য বাজারে এনেছে ‘TAARA সুপার সেভার ফ্যানস’।
TAARA এনার্জি সেভিং ফ্যান দুটি মডেল আজ বাজারে আনলো। এই সুপারস্টার – রিমোট কন্ট্রোল সহ 5 স্টার রেটেড BLDC ফ্যান, 100% পাউডার লেপযুক্ত অ্যালুমিনিয়াম বডি, যা 60% পর্যন্ত কম শক্তি ব্যবহার করে।স্টারস্পিড – পাউডার প্রলিপ্ত স্টিল বডি এবং 100% তামার তারের সাথে শক্তি সাশ্রয়কারী 2 স্টার ফ্যান (45W)।পরিবেশ-বান্ধব প্যাকেজিংয়ে আসে যা ক্ষতিকারক স্টাইরোফোম মুক্ত এবং 2 বছরের ওয়ারেন্টি বহন করে। উপরন্তু সম্পূর্ন নতুন ধরনের ডিজাইন করা হয়েছে এই পাখা এবং কলকাতা, পশ্চিমবঙ্গ তে তৈরি হচ্ছে)। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই 5 star Rated BLDC fans এর উদ্বোধন করলেন এই তারা সুপার সেভার ফ্যানস এর ম্যানেজিং ডিরেক্টর শরদ ঘাই। তিনি জানালেন ৫ স্টার রেটেড BlDC ফ্যান এর দাম ৩৪৯৯ টাকা। কিন্তু অন লাইনে পাওয়া যাবে মাত্র ২৫৯৯ টাকায়।
আমাজন এ পাওয়া যাবে। ফ্রি ডেলিভারি, ২ বছরের ওয়ারেন্টি ও ২৮ ওয়ার্ড এর এই পাখা ইলেক্ট্রিসিটি র ৬০ শতাংশ বাঁচাতে পারবেন। অন্য যে সাধারণ মানের যে পাখা মার্কেটে আনছি সেটার দাম ১৫৯৯ টাকা।
৪৫ ওয়ার্ড এর এই পাখা ২ বছরের ওয়ারেন্টি আছে। আগামী সোমবার ৮ জুলাই থেকে এই পাখা আপনারা আমাজন এর মাধ্যমে পাবেন। আজ এই সাংবাদিক সম্মেলনে সুজাতা ইলেকট্রিক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শরদ ঘাই আরো জানালেন আমাদের এই ফ্যান বাজারে অন্যান্য ফ্যান এর থেকে অনেক অত্যাধুনিক, দেখতে সুন্দর এবং টেকসই । প্রেস ক্লাবে এই সন্মেলনে উপস্থিত ছিলেন সুজাতা ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড এর জেনারেল ম্যানেজার মনোজ কুমার আগরওয়াল।