২৯ বছরের এই যাত্রায়, আশা অডিও প্রায় ৬৫০টি গানের একটি ক্যাটালগ তৈরি করতে সক্ষম হয়েছে। আশা অডিও প্রতিনিয়ত শ্রোতাদের জীবনকে এর সঙ্গীতের মাধ্যমে সমৃদ্ধ করে চলেছে। বাংলার দর্শক শ্রোতাদের কাছে নানাবিধ প্লাটফর্মের অডিওস্টোরি বা পডকাস্ট ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ সেই তালিকায় এবার নতুন সংযোজন আশা অডিও।এখন সব থেকে প্রচলিত এন্টারটেইনমেন্ট মাধ্যম হচ্ছে পডকাস্ট যেখানে মানুষ গল্পকে নিজের মতো করে পরিবেশন করে। আশা অডিও প্রথমবার নিয়ে আসছে অডিও স্টোরি যেটা আশা অডিওর ইউটিউব চ্যানেলে শোনা যাবে। শুরুতেই তারা শ্রুতিনাট্যরূপে নিয়ে আসতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে তিনটি গল্প নিশীথে, যেটা ভয়ের গল্প। ইচ্ছাপূরণ যেটা মজার গল্প এবং দালিয়া যেটা নাটকীয় কাহিনী ৷ এই তিনটি গল্প আগস্ট মাসের মধ্যে আশা অডিওর ইউটিউব চ্যানেল থেকে পরিবেশন করা হবে পডকাস্ট রূপে। প্রতিটি গল্পেরই প্রধান সূত্রধর খরাজ মুখোপাধ্যায়। এ ছাড়া তন্ময়, জ্যাক, শ্যামলী, আরাত্রিকা প্রমূখেরাও রয়েছেন অভিনয়ে। আবহ ও সঙ্গীতে দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। গল্পগুলির শ্রতিনাট্যরূপ দিয়েছেন সৌমিত দেব।
“আশা অডিও প্রথমবার ইউটিউব চ্যানেল থেকে পডকাস্ট স্টোরি লঞ্চ করছে । আমি খুবই আনন্দিত খরাজদার সাথে প্রথমবার কাজ করে। আশা অডিও শ্রোতাদের কাছে পডকাস্ট আনতে পেরে খুব উৎসাহিত বোধ করছি । আশা করি সকল শ্রোতাদের খুব ভালো লাগবে আমাদের নতুন প্রচেষ্টা।” – অপেক্ষা লাহিড়ী ।