খুদে পড়ুয়াদের রং-তুলির ছোঁয়ায় ফুটে উঠল সুন্দরবনের জীবনযাত্রা। বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা সেই সব ছবি নিয়েই শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী “চিলড্রেন অফ দ্য সুন্দরবন”। এছাড়াও অনুষ্ঠানে শিল্পী গৌরব রায়ের তোলা সাদা-কালো বহু ছবিও প্রদর্শিত হয়। পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের নাচ, গান ও কবিতা পরিবেশনা সুন্দরবনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এই অনুষ্ঠানকে আরও মনোজ্ঞ করে তোলে।
বিবেকানন্দ সংঘ এবং অনু চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী সুন্দরবনের সরলতা, সহনশীলতা এবং সৌন্দর্যকে উদযাপন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাজ বেঙ্গল কলকাতার জেনারেল ম্যানেজার অর্ণব চ্যাটার্জি এই খুদে শিল্পীদের উৎসাহ জোগানোর পাশাপাশি এই উদ্যোগকেও সমর্থন জানান।
ফাউন্ডেশনের সভাপতি জয়কৃষ্ণ হালদার এবং সেক্রেটারি অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী এই প্রদর্শনীর সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্বের ওপর জোর দেন।