এই অক্ষয় তৃতীয়ায়, মিআ বাই তনিশ্ক্ নিয়ে এল প্রকৃতির  থেকে অনুপ্রাণিত ‘ফিওরা’

Date:

Share:

অক্ষয় তৃতীয়া উপলক্ষে ‘মিআ বাই তনিশ্ক্’ নিয়ে এলো একদম নতুন কালেকশন – ফিওরা। ‘ফিওরা – Inspired by your bloom~’ আসলে প্রতিটি নারীর জার্নির প্রতি একটা ট্রিবিউট – যেখানে আছে নিজের স্টাইলে নিজেকে এক্সপ্রেস করার সাহস, আবার নতুন করে শুরু করার এনার্জি। যেমন বসন্তে সবুজ জেগে ওঠে, পয়লা বৈশাখ মানে তেমনই নতুন বছরের শুরু, আর অক্ষয় তৃতীয়া হলো সৌভাগ্য ও সাফল্যের প্রতীক। যেমন বসন্তে ফোটে প্রথম ফুল, তেমনই প্রতিটি নারী নিজের সময়ে ধীরে ধীরে ফুটে ওঠেন আপন রূপে – আর ‘ফিওরা’ সেই বিকাশের, আত্ম-উন্মোচনের গল্পই বলে।

ফিওরা কালেকশন নিয়ে এসেছে এক নরম, ফুলের মতো অনুভুতি – যেখানে প্রতিটা ডিজাইনে ধরা পড়ে বসন্তের হাওয়া আর নতুন সম্ভাবনার ইঙ্গিত। গোল্ড ফিলিগ্রির পাপড়ি, পাতলা লেয়ারড প্যাটার্ন, আর হ্যান্ড-কার্ভড স্টোন – যেমন মাদার-অফ-পার্ল আর রোজ কোয়ার্টজ – সব মিলিয়ে এই জুয়েলারিগুলো একদিকে স্টাইলিশ, অন্যদিকে নারীদের মতো – ইউনিক আর এলিগেন্ট। অক্ষয় তৃতীয়ায় ট্র্যাডিশন আর প্রস্পেরিটি হোক বা পয়লা বৈশাখে নতুন বছরের শুরু – ফিওরা ডিজাইন করা হয়েছে এই মুহূর্তগুলোকে আরও স্পেশাল করে তোলার জন্য। কারণ যখন নারী নিজের মতো করে ফুটে ওঠে, ঠিক তখনই তাকে সবথেকে ব্রাইট, সবথেকে কনফিডেন্ট লাগে।

১৪ ও ১৮ ক্যারেট সোনায় তৈরি, সার্টিফায়েড ন্যাচারাল হিরে জড়ানো ফিওরা কালেকশন – এমন কিছু গয়না নিয়ে এসেছে যা নিত্যদিনের পরার মতো, এবং সেই সাথেই প্রিয়জনকে গিফট হিসেবে দেওয়ার জন্যও একদম পারফেক্ট। শোল্ডার-ডাস্টার, নেকলেস হিসেবেও পরা যায় এমন ব্রোচ, লাইটওয়েট ইয়াররিং, স্ট্যাকেবল ব্রেসলেট আর রিং – প্রতিটা ডিজাইনে আছে নতুনত্ব। ফিওরার এই স্টাইলিশ পিসগুলো এমনভাবে ডিজাইন করা, যাতে যেকোনো লুক – নিত্যদিনের পরার জন্য হোক বা উৎসবের মুডে – সমস্ত পরিস্থিতিতেই খুব সহজেই মানিয়ে যায়। নারীত্বের উদযাপন করার জন্যই মিআ ফিওরা এমনভাবে ডিজাইন করা, যেখানে প্রতিটা ডিজাইন তুলে ধরে নিজেকে এক্সপ্রেস করার সেই ব্যক্তিগত স্টাইলকে। আর ‘#JoyOfGifting’-এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, এই কালেকশন অক্ষয় তৃতীয়ার মতো স্পেশাল দিনে বিশেষ মুহূর্ত তৈরি করার একদম পারফেক্ট চয়েস। কারণ প্রতিটা পিস শুধু গিফট নয় – একেকটা ইমোশন, যা ট্র্যাডিশনকে সম্মান জানিয়েও নারীর ব্যক্তিগত স্টাইলকে সামনে আনে।

মিআ ফিওরার কথা বলতে গিয়ে শ্যামলা রমণন, বিজনেস হেড, মিআ বাই তনিশ্ক্, বলেন “Inspired by your bloom – মিআ ফিওরার প্রতিটা ডিজাইনের মধ্যে আছে প্রকৃতির কাব্যিক ছোঁয়া। প্রকৃতির কোমল কবিতা থেকে অনুপ্রাণিত—ফুল, ফ্লোরাল কুইল্ট, সূর্যের দিকে এগিয়ে চলা কোমল কান্ড, কিংবা হাওয়ায় ভেসে চলা প্রজাপতির সৌন্দর্য—এই সংগ্রহের প্রতিটি গয়না প্রকৃতির মতোই জ্যোতির্ময় এবং দৃঢ় মানসিকতাসম্পন্ন নারীদের প্রতি আমাদের শ্রদ্ধার নিদর্শন। এই অক্ষয় তৃতীয়া ও পয়লা বৈশাখে, নিজের অনন্য বিকাশকে উদযাপন করুন মিআ ফিওরার সঙ্গে।”

আপন পরম্পরার অনুবর্তী হয়েও আধুনিক রুচির সঙ্গে খাপ খাইয়ে নিতে জানে ‘মিআ’। সময়ের সঙ্গে বদলে গেলেও পরম্পরার মূল সুর যে একই থাকে—এই বোধ থেকেই জন্ম মিআ ফিওরার, যা আধুনিকতার প্রয়োজনে মানানসই ব্যবহারিক ডিজাইনকে মিলিয়ে দেয় চিরন্তন রুচির সঙ্গে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা এক ঐতিহ্য, যা চিরন্তন সমৃদ্ধির প্রতীক। এই পরম্পরাকে আরও অর্থবহ করে তুলতে মিআ এনেছে Golden Harvest Scheme, যার মাধ্যমে মাত্র ২০০০ টাকা থেকে মাসিক কিস্তিতে সোনায় বিনিয়োগের সুযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকেরা সহজে জমিয়ে নিতে পারবেন মনকাড়া গয়না, সঙ্গে থাকছে এক্সক্লুসিভ বেনিফিটও। এই অক্ষয় তৃতীয়ায়, মিআ নিয়ে এল দারুণ সব অফার! ৩০ এপ্রিল পর্যন্ত হীরে জুয়েলারির মেকিং চার্জে ৯০% পর্যন্ত ছাড়, সিলভার এবং সোনার গয়নার মেকিং চার্জে থাকছে ১০% ছাড়!
মাত্র ৪,৯৯৯ টাকা থেকে শুরু! মিআর ফিওরা কালেকশন নিয়ে এসেছে এক ঝলক নতুনত্ব—নানান ডিজাইনের দুল, পেনড্যান্ট, নেকপিস এবং আরও অনেক কিছু, যা প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। এই আকর্ষণীয় কালেকশনটি পাওয়া যাবে সমস্ত মিআ স্টোরে এবং অনলাইনে: www.miabytanishq.com

Subscribe to our magazine

━ more like this

‘Z’ launches a first-of-its-kind search to discover India’s next generation of screenwriters through Zee WRITERS ROOM

Zee Entertainment Enterprises Ltd. (‘Z’), leading content and technology powerhouse, proudly announces the launch of Zee WRITERS ROOM – a landmark initiative aimed at...

Bajaj Finance conducts ‘Knockout Digital Fraud’,a cyber security awareness drive in Salt Lake, Kolkata

Bajaj Finance Ltd (BFL)., India’s largest Non-Banking Financial Company (NBFC) in the private sector, and part of Bajaj Finserv, today held a cyber fraud...

The Great Monsoon Pizza Festival at Kulture

Kulture – Specialty Coffee & Bistro, located in the heritage Chowringhee Mansions on Park Street, has announced The Great Monsoon Pizza Festival, running from...

ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স

শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব কে নতুন করে পরিচয় করানোর কোন প্রয়োজন নেই। দেশের মধ্যে অন্যতম এই প্রাচীণ ফুটবল ক্লাব সব সময় নতুন নতুন ভাবনা...

Karnataka Tourism Amplifies Eastern Outreach with Vibrant Roadshow in Kolkata

Karnataka Tourism successfully conducted a dynamic roadshow at Fairfield by Marriott, Kolkata, reinforcing its strategic focus on Eastern India as a key tourism source...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here