প্রেসক্লাব কলকাতায় আয়োজিত গত ২৩শে অগস্ট ২০২৫ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে সাংবাদিক-চিত্রসাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে, তাদের কিছু গুরুত্বপূর্ণ রক্তপরীক্ষা, ইসিজি করা হয়েছে, বিনামূল্যে চশমা প্রদান করা হবে, এছাড়াও ৫ জনের ছানি থাকায় তাদের বিনামূল্যে ফেকো-সার্জারির বন্দোবস্ত করা হবে, এমনটাই জানা গেছে।
অনুষ্ঠানের উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিশপ কলকাতা পরিতোষ ক্যানিং, কলকাতা হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী ড: সিদ্ধার্থ গোস্বামী, প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস শূর, প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের সচিব নরেশ শ্রীবাস্তব, সহ-সচিব শৌভিক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন প্রায় দেড়শো সাংবাদিক-চিত্রসাংবাদিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শেষবেলায় সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রীতেশ তেওয়ারি। সবমিলিয়ে বিভিন্ন ক্ষেত্রের একঝাঁক নক্ষত্রের সমাগম ঘটে সাংবাদিকদের এই অনুষ্ঠান উপলক্ষে।
আয়োজক সংস্থা প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘ এর সহ সচিব শৌভিক বন্দ্যোপাধ্যায় জানান, “এদিনের এই আয়োজন ছিলো প্রেসক্লাব কলকাতার সহযোগিতায়, এজন্য প্রথমেই প্রেসক্লাব কলকাতার সকল পরিচালকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও আমাদের সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা প্রেম মিলন কলকাতা, তাদের প্রতি আমরা চিরঋনী। আগামীদিনে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও স্থানীয় প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের জন্য আমরা অনুরুপ স্বাস্থ্যশিবির, সামাজিক কর্মকান্ড করতে আগ্রহী।”
অন্যদিকে, প্রগতিশীল রাষ্ট্রবাদী সাংবাদিক সংঘের সচিব নরেশ শ্রীবাস্তব জানান, “সাংবাদিক সংগঠন হিসেবে আমরা রাজ্যজুড়ে যে কোনো সাংবাদিক, ইউটিউবার, ব্লগারদের পাশে সবসময় রয়েছি। সে পুলিশি মামলা হোক বা অন্য সমস্যা, আমরা মতপ্রকাশের স্বাধীনতার জন্য দায়বদ্ধ। এইধরনের যে কোনো ঘটনা আমাদের নজরে আসলে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা করে থাকি।”