গুরু” আমাদের জীবনের আধার আর সঙ্গীত হলো গুরুমুখী বিদ্যা।তাই গুরুপূর্ণিমার প্রাক্কালে এবার আমরা সাক্ষী থাকলাম এক ব্যতিক্রমী সাংগীতিক সন্ধ্যার। স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবনী সেনের স্নেহধন্য ছাত্র-ছাত্রী ও এই প্রজন্মের দুই প্রতিষ্ঠিত শিল্পী দেবাদৃত চট্টপাধ্যায় ও জয়া নাগ তাদের গুরু কে শ্রদ্ধাঞ্জলি জানালেন রবি কবির গানে-গানে দোসর আয়োজিত “তোমায় গান শোনাবো” শীর্ষক অনুষ্ঠানে।যেটি হয়ে গেল উত্তম মঞ্চে ২০শে জুন।অনুষ্ঠানের গ্রন্থনায় ও পাঠে ছিলেন সবার প্রিয় রাজা দাস এবং সঞ্চালনায় ছিলেন সবার কাছের মৌনীতা চট্টাপাধ্যায়।মঞ্চে উপস্থিত ছিলেন দুই শিল্পীর গুরু স্বয়ং শ্রাবণী সেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অলকানন্দা রায় ও আরও গুণীজন।যন্ত্রানুসঙ্গে ছিলেন চার গুণী যন্ত্রশিল্পী ;কিবোর্ডে অভিষেক চক্রবর্ত্তী,তবলায় তুহিন সেনগুপ্ত,এসরাজে দেবায়ন মজুমদার ও বাঁশি তে বুবাই নন্দী।