সংবাদ প্ৰতিখন ২০১০ সাল থেকে উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার থেকে পথচলা শুরু। আজ সংবাদ প্ৰতিখন অন্তর্জাল মাধ্যমেও উপলব্ধ। শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, সমাজের নানা কাজে সংবাদ প্রতিখন এগিয়ে রয়েছে আজ তার সাধ্যমতো। এই কাজে সংবাদ প্রতিখন পাশে পেয়েছে নানা গুণী মানুষজনকে। বিগত দু বছর আগে সংবাদ প্রতিখন শুরু করে সমাজের সেই সকল গুণী, সম্মানীয় মানুষদের হাতে ‘জীবনকৃতি সম্মান’ নামক ক্ষুদ্র সম্মাননা তুলে দিতে তাঁদের শ্রদ্ধাপূর্ণ সম্মান প্রদর্শণ করতে, যাঁরা নিজেদেরকে তুলে ধরেছেন নিজস্ব কাজের দ্বারা।
রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে শূন্য থেকে শুরু করে আজ নিজেদের যোগ্যতায় যে সকল উদ্যোগপতি সুপ্রতিষ্ঠিত, তাঁদের যথাযোগ্য সম্মান প্রদর্শণ করে তাঁদের হাতে প্রতিখন উদ্যোগপতি সম্মান তুলে দিচ্ছে বর্তমান বছরে।
এর সঙ্গে সঙ্গে আজ থেকে সংবাদ প্রতিখন সংবাদ পরিবেশনের পাশাপাশি শুরু করল পুস্তক প্রকাশনা। সংবাদ প্রতিখন প্রকাশনা থেকে বর্ষীয়ান কবি ও লেখক সুমিত দাঁ’র গল্প সংকলন ‘উল্কা’র মোড়ক উন্মোচন ও আজ।
বাংলা সাহিত্যকে যথাযথ সম্মান দিয়ে সংবাদ প্রতিখন প্রতিবছর প্রকাশ করে একটি করে বিশেষ সাহিত্য সংখ্যা। সংবাদ প্রতিখনের বিশেষ সাহিত্য সংখ্যা 2024 এর আত্মপ্রকাশ ঘটলো এই অনুষ্ঠানে।
নবীন প্রতিভ বিকাশে সংবাদ প্রতিখন প্রথম দিন থেকেই অগ্রগণ্য ভূমিকা নিয়ে পথ চলছে। বঙ্গ সংস্কৃতির প্রসারে আর এই ভাবনাতেই সংবাদ প্রতিখন প্রতিবছর আয়োজন করে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার। কয়েকমাস আগে আয়োজন করা সারা বাংলা অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার সফল ১৮ জন প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে আজ।
আগমীর প্রজন্মদের বাংলা সংস্কৃতির সঙ্গে এক যোগসূত্র স্থাপনে সংবাদ প্রতিখন চালু করেছে অন্তর্জাল মাধ্যমে অডিও অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে একটি অনুষ্ঠান, সেটি বারো বছর পর্যন্ত বালক-বালিকাদের গান, আবৃত্তি, যন্ত্রসংগীত, তবলা ইত্যাদী সহযোগে ‘ছোটদের বৈঠক’ নামক অনুষ্ঠান যেটি ইতিমধ্যেই ১৯টি পর্ব প্রচারিত হয়েছে এবং আগামী দিনেও প্রচারিত হতে চলেছে।
সংবাদ প্রতিখনের বিশেষ সাহিত্য সংখ্যার মোড়ক উন্মোচন ও সমাজের বিশিষ্ট মানুষদের সম্মাননা জ্ঞাপন তৎসহ সংবাদ প্রতিখন প্রকাশনায় বর্ষীয়ান কবি ও লেখক সুমিত দাঁ’র গল্প সংকলন প্রকাশ এবং সংবাদ প্রতিখন আয়োজিত সারা বাংলা অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Date:
Share: