শহরে হয়ে গেল তারকাখচিত নতুন বাংলা ছবি “ভূতের পাল্লায় ভূতনাথ” ছবির গ্রান্ড প্রিমিয়ার। উপস্থিত ছিলেন ছবির সমস্ত অভিনেতা, অভিনেত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ মহাশয়, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি ও অশোকনগর বিধানসভার মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয়, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি মহাশয়, মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌর প্রধান নিমাই ঘোষ মহাশয়, বারাসাত পৌরসভার মাননীয় পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় মহাশয়, অভিনেতা আরিয়ান ভৌমিক, অন্বেষা চ্যাটার্জি, সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, মধুমিতা ভট্টাচার্য, সৈকত তালুকদার ও আরো অনেকে।
ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুমকি চট্টোপাধ্যায়, প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশীষ চ্যাটার্জী। ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক চেনা তারকা, রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার, এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চ্যাটার্জী, ছবিতে রয়েছে দুটি ভিন্ন স্বাদের গান যার গীতিকার পরিচালিকা বিদিশা চ্যাটার্জী নিজেই, যে মাত্র ২৩ বছর বয়সি আইনজীবি, পরিচালিকা জানিয়েছেন এই ছবিটি সপরিবারে দেখার মত একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভুতের ছবি,” বাংলা থিয়েটার এর সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হলো এই ছবির মূল স্লোগান”, এই ছবিতে আরিয়ান ভৌমিককে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন ধারার চরিত্রে চরিত্রে, কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে এবং খরাজ মুখোপাধ্যায় কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসী সিনহা কে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে, সন্দীপ চট্টোপাধ্যায় কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়। গত ২২শে নভেম্বর বড়োপর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে পরিচালক বিদিশা চ্যাটার্জির এই নতুন ছবি “ভূতের পাল্লায় ভূতনাথ”। বলাইবাহুল্য বাংলা ছবির জগতে আরো এক প্রতিভাবান নতুন পরিচালকের সংযোজন হল।