নিজস্ব প্রতিনিধি :- ব্যক্তিজীবনের কারণে চর্চায় থাকলেও কর্মক্ষেত্রেও তাক লাগাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চোধুরানী’-তে নামভূমিকায় যে তাঁকে দেখা যাবে, সে কথা আগেই জানা ছিল। সেই ছবির লুক এ বার প্রকাশ্যে। দীর্ঘ কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। এই ছবির জন্য নিজেকে সম্পূর্ণ ভাবে নতুন ভাবে গড়েছেন অভিনেত্রী। তিন রকমের সাজে শ্রাবন্তীর ভিন্ন লুক নজর কেড়েছে নেটিজেনদের ৷ দেবী চৌধুরানীর জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন শ্রাবন্তী। শিখেছেন ঘোরসওয়ারিও। দেবী চৌধুরানী রূপে তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা।শনিবার সামাজিক মাধ্যমে শ্রাবন্তী-সহ ছবির অনান্য তারকাদের ফার্স্ট লুক শেয়ার করেছেন পরিচালক।
ছবি শেয়ার করে ক্যাপশনে পরিচালক শুভ্রজিৎ লিখেছেন, “নতুন জার্নির পর্দা সরে গিয়েছে ৷ যে সময়ের জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এবার তা শেষ হতে চলেছে ৷ দেবী চৌধুরানীর প্রথম ঝলক প্রকাশ্যে ৷ সাহিত্য-প্রধান কাহিনীতে ভিন্ন ধারার চমক আপনাদের জন্য ৷”
এই ছবিতে শ্রাবন্তী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ প্রমুখ। এই মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে দেবী চৌধুরানী হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। শুধু তিনিই নন, প্রসেনজিৎ, অর্জুন থেকে বিবৃতি, দর্শনা, কিঞ্জল প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন নিজেদের চরিত্র হয়ে ওঠার লক্ষ্যে। এবার ফ্লোরে যাওয়ার পালা এই ছবির।