ভারতীয় ঐতিহ্য, কলা ও সংস্কৃতি প্রসার সংস্থা হেরিটেজ। তার আয়োজনে হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হল বেনু হেরিটেজ। মূলত আধুনিক ছাত্রছাত্রীদের মনে শাস্ত্রীয় সঙ্গীতের গুরুত্ব চিরন্তন করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সরোদে ছিলেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কন্ঠে ছিলেন দেবপ্রিয় অধিকারী, সেতারে ছিলেন সমন্বয় সরকার। এছাড়াও যথাযথ তবলায় সঙ্গত করেন দেবজিৎ পুতিতুন্ডি এবং আর্চিক ব্যনার্জী।।