গত বৃহস্পতিবার রবীন্দ্র সদনের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় উপস্থিত হয়েছিলেন লোক সংস্কৃতি গবেষক ও লেখক আইপিএস সুখেন্দু হীরা মহাশয়। সাময়িক পত্র পত্রিকা সহ লিটিল ম্যাগাজিনের বিভিন্ন স্টলগুলো তিনি ঘুরে দেখেন। ‘শব্দের ঝংকার’ শারদিয়া সংখ্যা তাঁকে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। বলা ভাল এই সাহিত্য উৎসবে তাঁর বহু লেখা রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঐতিহ্যবাহী অনেক পত্রিকার শারদীয়া সংখ্যায় সুখেন্দু বাবুর শক্তিধর লেখনী প্রকাশিত হয়েছে বলে জানা যায়। নন্দনে লিটিল ম্যাগাজিন মেলায় তাঁর সাথে কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ছিলেন। আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় প্রতিবারের মত এবারেও হীরা সাহেব যাচ্ছেন বলে জানা গেছে।