বাংলার প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার-দুটি সেরা ছবি জায়গা করে নিয়েছে মুম্বাই এর জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে। এই আট গ্যালারিতে ৪ মার্চ পর্যন্ত সমস্ত দেশ এবং বিদেশের নাগরিকদের সামনে প্রদর্শিত হবে। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈষ্য এই ১৩২ তম অল ইন্ডিয়া অ্যানুয়াল আর্ট এক্সিবিশান এর উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন হিন্দি বিনোদন জগতের প্রখ্যাত শিল্পী পদ্মশ্রী মনোজ যশী। সারা দেশের শিল্পীদের সঙ্গে নিজের সেরা দুটি ছবি স্থান পাওয়ায় বেশ খুশি শিল্পী অনুপম হালদার। আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যে ছবি প্রদর্শিত হবে বলে আশাবাদী তিনি। বর্তমান সময়ে যে সমস্ত শিল্পীরা ছবি আঁকেন তাদেরও এগিয়ে আসতে হবে এই শিল্পকে বিশ্বের পৌঁছেদেওয়ার জন্য। অনুপমের “স্টোন আর্ট” এবং “রে অফ হোপ” এই ছবি দুটি দি বোম্বে আর্ট সোস্যাইটির কর্মকর্তাদের নজর কেড়েছে। মুম্বইয়ে আলোকচিত্র প্রদর্শনীতে অনুপমের ছবি জায়গা করে নেওয়ায় আপ্লুত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী।মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বৈষ্য অনুপমের “স্টোন আর্ট” এবং “রে অফ হোপ” এই ছবি দুটির বিষয় সম্পর্কে গুরুত্ব আরোপ করেন।