কেউ বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষার খাতা দেখার সহজ পদ্ধতি, আবার কেউ দেখিয়েছে স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হলে তা রোধের উপায়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তখন জীবন্ত এক গবেষণাগার।
শনিবার কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি, ও স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হল ইনোভাশিও (Innovacion) ২০২৪। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রদর্শিত শতাধিক মডেলের মধ্যে নজর কাড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট চালিত মডেলগুলি। এছাড়াও ছিল বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের স্টলও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনীশ সরকার, আইপিএস, ডিসিপি, বিধাননগর জোন, বিধাননগর পুলিশ কমিশনারেট; জিশান খান, ডব্লিউবিসিএস (এগজি.), অফিসার অন স্পেশাল ডিউটি, আইটি অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।