প্রকাশ্যে এল বিক্রম-মধুমিতার রোমান্টিক ছবি “সূর্য” সিনেমা থেকে। কয়েকদিন আগেই ঘোষনা করা হয়েছিল ছবি মুক্তির তারিখ। আগামী ১৯শে জুলাই বড়োপর্দায় আসছে বিক্রম চ্যাটার্জির ছবি “সূর্য”। আর আজ মুক্তি পেল ছবির মোশান পোস্টার,সাথে বিক্রম চ্যাটার্জি ও মধুমিতা সরকার এর লুক। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবিতে আরো একটি প্রধান চরিত্রে রয়েছেন অভিনেত্রী দর্শনা বনিক।
বিয়ে থেকে পালিয়ে উমা একটা পুরনো অ্যাপার্টমেন্টে উঠে, যেখানে আগে সূর্য নামের এক ভবঘুরে থাকত। ওখানে সে একটা গ্রাফিক নভেল পায়। সূর্যের অসমাপ্ত কাহিনীর প্রতি আগ্রহী হয়ে উমা তার পদাঙ্ক অনুসরণ করে আর সূর্যের বন্ধুদের থেকে তার বীরত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে জানতে পারে, এর পরে ছবির মোড় কোনদিকে ঘুরবে! এই সব কিছু নিয়ে নতুন ছবি “সূর্য”।
ছবির শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। ছবির মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন লয়-দ্বীপ। ছবিতে প্রধান চরিত্র সূর্য এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। উমা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার কে ও দিয়া চরিত্রে দেখা যাবে দর্শনা বনিক কে। তিনজন মানুষের জীবন নিয়ে এই ছবি।