ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র– ওনার এন্ড ফাউন্ডার অফ ”শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড”। আজকে এই সংস্থার ২০২৪ সালের পূজা কালেকশন লঞ্চ হল। তারই ব্র্যান্ড শুট হল কলকাতার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী স্থান শোভা বাজার রাজবাড়িতে। পূজোর পোশাক মানেই বাঙালির আভিজাত্য। সেই আভিজাত্যপূর্ণ পোশাকের সঙ্গে ঐতিহ্যমন্ডিত রাজবাড়ীর মেলবন্ধনই হল আজকের প্রয়াস। দুর্গা পুজোর আর মাত্র ১৫ দিন বাকি। আমরা প্রত্যেকে এই দুর্গোৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকি। এবারের পুজোয় ছেলেদের এথনিক ওয়্যার হিসেবে কুটিওর ব্র্যান্ড এনেছে ধুতি ও পাঞ্জাবি আর মেয়েদের জন্য রয়েছে শাড়ি। সেই প্রথাগত এথনিক ওয়্যার এর সঙ্গে একটু ফিউশন করে ,কনটেম্পোরারি করে এই শুটটার প্ল্যান করা হয়েছে।
আজকে এখানে উপস্থিত আছেন কয়েকজন ফ্রেশ মডেল এবং কয়েকজন প্রফেশনাল মডেল। পাঁচজন সেলিব্রেটি মডেল এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। তাঁরা হলেন মৌবনী সরকার ,অমিতাভ দাস, সায়ন্তী দাস , সায়ন্তনী মজুমদার এবং অর্কপ্রভ ভট্টাচার্য। ফটোগ্রাফিতে আছে তথাস্তু এন্ড টিম , মেকআপে দীপ্তমা , পুরো অপারেশনাল ম্যানেজমেন্টে আছেন ম্যানেজার সৌমিয়া সমাদ্দার। আশা করব বাংলার মানুষদের অবশ্যই এই উপস্থাপনা ভালো লাগবে। আজকের কনসেপ্ট থিম হল ‘স্টোরি অফ ক্রাফটসম্যানশিপ’।
শিল্পীর লক্ষ্য ক্রাফটস অর্থাৎ বাংলার শিল্প যেমন তাঁত, বালুচড়ি ,হ্যান্ড প্রিন্টিং, কাঁথা স্টিচ এই প্রত্যেকটা কাজের ট্র্যাডিশন বজায় রেখে নিজের মতন করে, কমটেম্পোরারি করে সকলের কাছে উপস্থাপিত করা।