আদানি উইলমারের ফর্চুন ২৫ বছর পূর্তিতে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এক বিশেষ পার্টনারশিপের ঘোষণা করল

Date:

Share:

ভারতের অন্যতম প্রধান ফুড ব্র্যান্ড ফর্চুন ফুডস তাদের ২৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করতে বাংলার জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন-এর সঙ্গে এক নতুন পার্টনারশিপ ঘোষণা করেছে। পাঁচ বছরের এই স্ট্রাটেজিক পার্টনারশিপের মাধ্যমে ফর্চুন ফুডস উইন্ডোজের উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রকল্পগুলির সঙ্গে যুক্ত হবে, যা গল্প বলার ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতিকে উদযাপনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে । উইন্ডোজ প্রোডাকশন তাদের ‘আলিক সুখ’, ‘বেলা শেষ’, ‘প্রাক্তন’, ‘হামি’ এবং ‘রক্তবীজ’-এর মতো সুপরিচিত চলচ্চিত্রের জন্য বিখ্যাত। মনোমুগ্ধকর গল্প এবং বাংলার সংস্কৃতির গভীর প্রতিফলনের মাধ্যমে উইন্ডোজ প্রোডাকশন বাংলা চলচ্চিত্র জগতে একটি অগ্রণী নাম হয়ে উঠেছে।

এই পার্টনারশিপ ফর্চুন ফুডসের বাংলার প্রতি কমিটমেন্ট তুলে ধরে, যা তাদের অন্যতম প্রধান বাজার। এটি সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক উদ্যোগের মাধ্যমে বাংলার মানুষের সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকারকেও দৃঢ় করে।

এই সহযোগিতার জন্য ফর্চুন ফুডস আগামী পাঁচ বছরে ৩ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, যা তাদের ব্র্যান্ডের মূল্যবোধের সঙ্গে সংস্কৃতি ও সমাজকে আরও নিবিড়ভাবে যুক্ত করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে ।

এই উপলক্ষে, শ্রী জিগনেশ শাহ, প্রধান – মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং, আদানি উইলমার লিমিটেড, বলেন “ফর্চুন ফুডসের ২৫ বছর উদযাপন শুধুমাত্র আমাদের যাত্রার কথা নয়, এটি সেই সম্প্রদায়গুলিকে স্বীকৃতি ও সম্মান জানানো, যারা আমাদের এই পথচলায় সহায়তা করেছে। বাংলা আমাদের অন্যতম শক্তিশালী বাজার, এবং উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এই পার্টনারশিপ সেই অঞ্চলের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। একসাথে, আমরা বাংলার সমৃদ্ধ রান্নার সংস্কৃতি এবং গল্প বলার ঐতিহ্য উদযাপন করতে চাই এবং চলচ্চিত্রের মাধ্যমে আমাদের শ্রোতাদের সঙ্গে অর্থপূর্ণ সংযোগ স্থাপন করতে চাই।”

এই পার্টনারশিপের মাধ্যমে, ফর্চুন ফুডস উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন চলচ্চিত্রগুলিতে ইন-ফিল্ম প্লেসমেন্ট, আউটডোর অ্যাক্টিভেশন, এবং ডিজিটাল প্রচারণা করবে। এর ফলে বিনোদন এবং ফুড ব্র্যান্ডের মূল্যবোধের মধ্যে এক চমৎকার সংযোগ তৈরি হবে। পরবর্তী পাঁচ বছরে, এই স্ট্রাটেজিক পার্টনারশিপের মাধ্যমে ফর্চুন ফুডসের পণ্যগুলির উপস্থিতি আরও দৃঢ় হবে এবং বাংলার দর্শকদের মধ্যে ব্র্যান্ডটি আরও জনপ্রিয়তা পাবে।

উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে, শিবপ্রসাদ মুখার্জি, বলেন “উইন্ডোজ প্রোডাকশন সবসময় এমন গল্প বলতে চেয়েছে যা বাংলার দর্শকদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। ফর্চুন ফুডসের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের সেই সম্মিলিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। একসাথে, আমরা এমন অর্থবহ গল্প তৈরি করতে চাই যা বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে উদযাপন করবে এবং প্রজন্মের পর প্রজন্মের দর্শকদের সঙ্গে মেলবন্ধন গড়ে তুলবে। এই পার্টনারশিপ বাংলা চলচ্চিত্রে নতুন প্রভাব ফেলবে এবং জনপ্রিয় বিনোদনে নতুন আগ্রহ সৃষ্টি করবে।”

ফর্চুন ফুডস সবসময় বাংলার বাজারে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তাদের ফর্চুন কাঁচি ঘানি সর্ষের তেল এবং স্থানীয় তারকা, ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী-র সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তারা ইতিমধ্যেই বাঙালির মন জয় করেছে। উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এই পার্টনারশিপ ফর্চুনের বাংলা দর্শকদের সঙ্গে আরও নতুন এবং সৃজনশীল উপায়ে সংযোগ স্থাপনের প্রতিশ্রুতি পূরণ করবে।

Subscribe to our magazine

━ more like this

iLEAD’s Managedia 2025: A Timeless Odyssey of Creativity, Culture, and Celebration

The iconic corridors of the Institute of Leadership, Entrepreneurship and Development (iLEAD) came alive once again with boundless energy and brilliance during Managedia 2025...

এই অক্ষয় তৃতীয়ায়, মিআ বাই তনিশ্ক্ নিয়ে এল প্রকৃতির  থেকে অনুপ্রাণিত ‘ফিওরা’

অক্ষয় তৃতীয়া উপলক্ষে ‘মিআ বাই তনিশ্ক্’ নিয়ে এলো একদম নতুন কালেকশন – ফিওরা। ‘ফিওরা – Inspired by your bloom~’ আসলে প্রতিটি নারীর জার্নির প্রতি...

Celebrate Earth Day with Eco-Friendly Kitchen Alternatives That Make a Difference

Every April 22, Earth Day is a reminder that the little choices we make every day can add up to something big—especially in the...

JSW ENERGY BREAKS GROUND ON 1600 MW ULTRA SUPERCRITICAL THERMAL POWER PLANT IN SALBONI, WEST BENGAL

JSW Energy Limited, a leading private-sector power producer in India and a part of the $24 Billion JSW Group, today commenced construction of its...

প্রকাশ্যে এল মিঠুন-অঞ্জনের ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’র ট্রেলার

দীর্ঘকালীন ডিভোর্স মামলায় আগেই নাম জুড়েছে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর, তবে তা রুপোলি পর্দায়। এবার সেই ডিভোর্স মামলার ঝলক এল প্রকাশ্যে। হ্যাঁ, ঠিকই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here