এ বছর রাজ কপূরের জন্মশতবর্ষ। তাই এক অভিনব উদ্যোগে, ‘মেরা নাম জোকার’ ছবির স্মরণে, সার্কাসের তাঁবুতে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বর্ষসেরার সম্মান প্রদান অনুষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ২০২৪ সালের মনোনীত ছবি, শিল্পী ও কলাকুশলীদের নাম। সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজিত দত্ত,। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী তানিকা বসু, প্রোডিউসার ফিরদৌসুল হাসান, গায়ক রথীজিৎ ভট্টাচার্য, রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু ছাড়াও আরও অনেকে।
২০২৫-এ ন’বছরে (নবপর্যায়) পদার্পণ করতে চলেছে ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ‘সিনেমার সমাবর্তন’। বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বাৎসরিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়েছিল স্বাধীনতার আগে, অবিভক্ত ভারতের বরিশালে। তারপর থেকে এই পুরস্কার পেয়েছেন স্বনামধন্য অভিনেতা, পরিচালক ও কলাকুশলীরা। সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার যেমন পেয়েছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দিলীপ কুমার, বসন্ত চৌধুরী, কানন দেবী, সুচিত্রা সেন, বৈজয়ন্তিমালারা তেমনই সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে বাংলা ও হিন্দি ভাষায় তৈরি বহু বিখ্যাত ছায়াছবি।
এবারের তালিকা নির্বাচন করা হয়েছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মোট ৮৭টি বাংলা ছবির মধ্য থেকে। সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন অঞ্জন দত্ত, চন্দন সেন, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী ও দেব। সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মমতা শঙ্কর, মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র ও কৌশানী মুখোপাধ্যায়। সেরা পরিচালকের দৌড়ে রয়েছেন অঞ্জন দত্ত, দেবালয় ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায় ও প্রতিম ডি গুপ্ত। সেরা ছবির তালিকায় রয়েছে ‘চালচিত্র এখন’, ‘শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে’, ‘পদাতিক’, ‘বেলাইন’ ও ‘মানিকবাবুর মেঘ’। এছাড়া প্রতিবারের মতো একাধিক কারিগরী বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
এ বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেতে চলেছেন বিশিষ্ট পরিচালক অপর্ণা সেন। ১২ জানুয়ারি, পাটুলির অজন্তা সার্কাসের তাঁবুতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ‘সিনেমার সমাবর্তন’।