১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মহা সমারোহে সম্মানিত পুরস্কারে ভূষিত হলেন শিল্পীরা

Date:

Share:

মহা সমারোহে সমাপ্ত হলো ১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবটি NEZ ফাউন্ডেশন ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে নির্বাচিত ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের জন্য এক অনন্য চলচ্চিত্র-অভিজ্ঞতা উপহার দেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস-এর সহ-সভাপতি সুদীপ শ্রীমল। NEZ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুদীপ রঞ্জন সরকার এবং সহ-প্রতিষ্ঠাতা রীতা ঝাওয়ার দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী চলচ্চিত্র, শিল্প ও সংস্কৃতির সংযোগ ঘটিয়ে চলেছেন।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল ইতালীয় ভাষায় নির্মিত Tornando A Est, যা পরিচালনা করেছেন মরিজিও পাগানেলি ও নাতালিয়া। পূর্ণ দর্শকে প্রদর্শিত এই চলচ্চিত্রটি উৎসবের আবহ তৈরি করে। এছাড়াও, উৎসবে উপস্থিত ছিলেন ইতালীয় অভিনয়শিল্পী পাওলা বোনাচিনা ও ভিভি গোই, যারা তাদের চলচ্চিত্র Women Outside Female Inside উপস্থাপন করেন, যার নির্মাতা রজার এ. ফ্রাটার।

৩১ মার্চ অনুষ্ঠিত সমাপ্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয় তিনটি বিশেষ পোশাক প্রদর্শনী। পোশাকশিল্পী শান্তনু গুহ ঠাকুরতা দশকের দশজন খ্যাতনামা অভিনয়শিল্পীকে তুলে ধরে এক অনন্য প্রদর্শনী উপস্থাপন করেন। রঞ্জিতা ভট্টাচার্য ভারতের চারটি অঞ্চলকে একসূত্রে গেঁথে একতা ও বৈচিত্র্য বিষয়কে ভিত্তি করে একটি অসাধারণ প্রদর্শনী উপস্থাপন করেন, আর গুলসান বানু আসামের ঐতিহ্যবাহী মেখলা পোশাকের এক অনবদ্য উপস্থাপনা করেন।

সমাপ্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্যের অপূর্ব নৃত্য পরিবেশনা এবং স্যাক্সোফোনে আবেগময় সংগীত পরিবেশন।

উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। এছাড়া, খ্যাতনামা পরিচালক সুমন মুখোপাধ্যায়কে স্বর্ণ পরিচালক সম্মাননা প্রদান করা হয়, যা চলচ্চিত্র জগতে তার অসামান্য অবদানের স্বীকৃতি। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও দেবর্ষি দত্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি উৎসবের মর্যাদা বৃদ্ধি করে।

এই উৎসবে বিভিন্ন বিভাগে অসামান্য চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা প্রদান করা হয়ঃ
• সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র সম্মাননা – Tornando A Est (ইতালীয় চলচ্চিত্র, নির্মাতা মরিজিও পাগানেলি)
• বিশেষ প্রদর্শনী বিভাগ সম্মাননা – Women Outside Female Inside (নির্মাতা রজার এ. ফ্রাটার)
• সেরা নির্মাতা ও সেরা চিত্রগ্রহণ পুরস্কার – Winter Rains
• সেরা ধারণার পুরস্কার – Shav se Shiv (নির্মাতা কিমতি মানাওয়া)
এছাড়াও, বিভিন্ন বিভাগে আরও বেশ কয়েকটি সম্মাননা প্রদান করা হয়, যা শিল্পগুণ ও চলচ্চিত্রের সৃজনশীল উৎকর্ষকে স্বীকৃতি জানায়।

NEZ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুদীপ রঞ্জন সরকার বলেন,
“এই উৎসব সবসময়ই বিশ্বব্যাপী চলচ্চিত্র, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে এক সংলাপ তৈরির প্রয়াস চালিয়ে এসেছে। ১০ম আয়োজন উদযাপনের এই মুহূর্তে, আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সমর্থনের জন্য আরও প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, যারা প্রচলিত ধারা ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন। এই বছরের অভূতপূর্ব সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।”

ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন রীতা ঝাওয়ার বলেন, “এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১০ বছর পূর্তি উদযাপনের এই বিশেষ মুহূর্তে, আমরা গর্বিত যে এই উৎসব বিশ্বব্যাপী শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক সৃজনশীল মঞ্চ হয়ে উঠেছে। চলচ্চিত্র শুধু একটি শিল্প মাধ্যম নয়, এটি সমাজ, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই উৎসবের মাধ্যমে আমরা সংস্কৃতি সংযোগ ঘটাতে চাই, সৃজনশীল উৎকর্ষকে সম্মান জানাতে চাই এবং পর্দার অন্তরালের অবদানের স্বীকৃতি দিতে চাই। এই বছরের বিপুল সাড়া আমাদের উৎসাহিত করেছে ভবিষ্যতে এই উৎসবকে আরও বিস্তৃত ও সাফল্যমণ্ডিত করে তুলতে।”

১০ম সংস্করণের মাধ্যমে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার নিজস্ব সৃজনশীলতা, সহযোগিতা এবং বহুসাংস্কৃতিক স্বীকৃতিকে আরও সুদৃঢ় করল। এই সাফল্য ভবিষ্যতের আরও বৃহৎ ও অনুপ্রেরণামূলক উৎসবের পথ প্রশস্ত করল।

Subscribe to our magazine

━ more like this

Musical Brilliance Unveiled: Killbill Society Music Launch at India’s Tallest Watch Tower

The much-awaited music album of Killbill Society, directed by Srijit Mukherji, was unveiled in a grand celebration at India’s tallest watch tower. The event...

H.E. Dr. C.V. Ananda Bose, Hon’ble Governor of West Bengal, Inaugurates the AIU East Zone Vice Chancellors Meet 2024-2025 with JIS University as the...

The AIU East Zone Vice Chancellors Meet 2024-2025 commenced with JIS University as the host university, bringing together distinguished academic leaders and vice chancellors...

LVB India Successfully Launches the Tagore Chapter, the First Chapter of LVB Kolkata

LVB India proudly celebrated the successful launch of the Tagore Chapter, the first chapter of LVB Kolkata, at a grand event held today, at...

BEYOND THE SEA – FLAVOURS FROM SRI LANKA AT THE VERANDAH

Bringing the diverse flavors straight from Sri Lanka, Beyond the Sea at The Verandah – all day dining at Taj Taal Kutir, Kolkata, is...

Diabetes Can Damage Your Organs Without Symptoms: Experts

Diabetes is a chronic condition characterized by elevated blood glucose levels. While many individuals are aware of the immediate symptoms—such as increased thirst, frequent...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here