স্বাধীনতা দিবসের দিনে ধর্মতলায় খুলল কলকাতা ট্রেন্ডস-এর নতুন স্টোর। জনপ্রিয় টলিউড অভিনেত্রী পারিজাত চৌধুরী এই স্টোরের উদ্বোধন করেন। এর আগে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে ১০টি শোরুম খোলার পর এবার কলকাতার বুকে, ধর্মতলার এসপ্ল্যানেড মেট্রোর গেট নং ১-এর পাশেই চালু হলো তাদের প্রথম আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী পারিজাত চৌধুরী বলেন— “কলকাতা ট্রেন্ডস আজকের দিনে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এখানে নানা ধরণের কালেকশন রয়েছে, আর দামও সবার নাগালের মধ্যে। এই লোকেশনটি এমন যে ক্রেতাদের প্রথম পছন্দ হয়ে উঠবে। আগামী দিনে আরও কয়েকটি শহরে নতুন আউটলেট খোলা হবে।”
কলকাতা ট্রেন্ডস-এর ডিরেক্টর অঙ্কুশ গুপ্ত বলেন— “ধর্মতলা হলো কলকাতার সবচেয়ে জনপ্রিয় শপিং হাব। তাই এখানেই আমরা আমাদের প্রথম স্টোর খুলেছি। পূজোর জন্য গ্রাহকদের বিশেষ ছাড়ও থাকছে।”
ডিরেক্টর মধু গুপ্ত যোগ করেন— “আমরা চাই মানুষ যেন কম দামে ভালো মানের পণ্য পান। মানের সাথে কোনো আপস করা হয়নি।”
ডিরেক্টর রাশি আগরওয়াল বলেন— “বিস্তৃত কালেকশন, ভালো মান, সুলভ দাম আর সুবিধাজনক লোকেশন—সব মিলিয়ে পূজোর শপিংয়ের সেরা ঠিকানা হবে কলকাতা ট্রেন্ডস।”
রিটেল হেড প্রবীর মুখার্জী বলেন— “২০১৯ সালে যাত্রা শুরু করে আজ আমরা ১১তম স্টোর খুললাম। এটি কলকাতার প্রথম শাখা। আগামী দিনে আরও নতুন স্টোর খোলা হবে।”
পারচেজ হেড অমিত সিং জানান— “এই পূজোয় সুলভ মূল্যে দারুণ শপিংয়ের সুযোগ দিচ্ছে কলকাতা ট্রেন্ডস। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”
স্টোরের ঠিকানা:
ধর্মতলা, এসপ্ল্যানেড মেট্রোর গেট নং ১-এর পাশে।