সারাবিশ্বের দরবারে ভারতীয় ছেলের তিনটি পদক জয়। ইন্টারন্যাশনাল স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশন এর পক্ষ থেকে আয়োজিত হয় “ইস্কা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ”। গত অক্টোবর মাস থেকে আয়োজিত হয় এই অনুষ্ঠান ভিয়েনা অস্ট্রিয়াতে। যেখানে সারা বিশ্বের ৪২ টি দেশ থেকে ১৯০০ ক্রীড়াবিদ অংশগ্রহন করেন৷
ভারতবর্ষ যেখানে গর্বের সাথে ২১তম স্থান অধিকার করে এবং ৯টি মেডেল জেতে। ভারতবর্ষের ছেলে সমুন্য সুরেকা ১৪ বছর বিভাগে তিনটি পদক জিতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। রুপোর পদক জিতেছে মুয়াথাই সেক্সানে, ব্রোঞ্জের পদক জিতেছে সেমি কনটেস্টে ও আরো একটি ব্রোঞ্জের পদক জিতেছে লাইট কনটেস্টে।
তিনটি পদক জিতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন ভারতের ছেলে সমুন্য সুরেকা জানান ” আমার জন্মভূমি ভারতবর্ষের জন্য খেলা আমার বড়ো সৌভাগ্য। এই দেশে জন্মগ্রহন করে এই দেশের জন্য লড়াই করাটা আমার ভাগ্য। আশা করছি পরবর্তীতে আরো ভালো ভাবে নিজেকে প্রস্তুত করে অংশগ্রহন করবো পরবর্তী খেলাগুলোতে”।