আইআইএফএল ফাইন্যান্স পশ্চিমবঙ্গে ৭৫টি নতুন শাখা খোলার এবং আগামী ছয় মাসে 800 জনেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা করলো। এই-উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইআইএফএল ফাইন্যান্স গোল্ড লোনের পূর্বাঞ্চলের জোনাল বিজনেস হেড, শ্রী নিলয় ঘোষ বলেন, “আমরা নতুন শাখা এবং নতুন কর্মীদের নিয়োগ করার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আরও বিস্তার লাভ করবো।
অনগ্রসর এবং আন্ডারব্যাংকিং গ্রাহকদের গোল্ড লোন, বিজনেস লোন এবং অন্যান্য লেন্ডিং প্রোডাক্ট অফার করি। পশ্চিমবঙ্গ আইআইএফএল ফাইন্যান্সের জন্য একটি ফোকাস স্টেট। আমাদের এই রাজ্যে বৃহৎ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং এক্ষেত্রে আমরা বার্ষিক 50% হারে বৃদ্ধির আশা করছি। আমাদের সংস্থা অত্যন্ত গ্রাহককেন্দ্রিক এবং ডিজিটাইজেশনের ক্ষেত্রে অগ্রগামী। আমাদের সমস্ত শাখা পেপারলেস এবং সমস্ত লোন প্রোডাক্ট কুইক প্রসেসিং অফার করে।”
উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্সের ভারত জুড়ে 8,800 টিরও বেশি শাখা রয়েছে। মোট গ্রাহকসংখ্যা 85 লাখের বেশি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থার কর্তারা জানান, পশ্চিমবঙ্গের নয়া ৭৫টি শাখা সহ প্রতিটি শাখাতেই গচ্ছিত সোনার সুরক্ষার দিকগুলি নিয়েও তারা সদা সচেতন। সংস্থাটি পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাহকদের প্রতি মাসে মাত্র 99 পয়সায় গোল্ড লোন অফার করছে। এছাড়া নয়া ৭৫টি শাখা থেকে ৪০০ জনের বেশি কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছে, যেটি অত্যন্ত আশাব্যঞ্জক।