আলোকচিত্রীদের অন্যতম সংগঠন ‘আমরা চিত্রপ্রেমী’-র উদ্যোগে শনিবার দুপুরে কোলকাতার শ্যাম পার্ক-এ আগাম ‘বসন্ত উৎসব’-এ মেতে উঠলেন কোলকাতার যুবক যুবতীদের একাংশ। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার ও মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।
‘আমরা চিত্রপ্রেমী’-র পক্ষে রাজীব মুখার্জি এবং ‘বসন্ত উৎসব’-এর অন্যতম সহযোগী সংস্থা ‘নিউজ বেঙ্গল’-এর সোমনাথ সাহা একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আশা করব, আগামী দোল বা হোলি সমাজের সকল কলুষতা মুছে দিতে সমর্থ হবে।”