ডিসান হাসপাতাল বিশ্ব ক্যানসার দিবস ২০২৫ উদযাপন করল একগুচ্ছ অর্থবহ আয়োজনের মাধ্যমে। এবছরের বিশ্ব ক্যানসার দিবসের বৈশ্বিক থিম ‘United by Unique’— যা ক্যানসার রোগী ও বীরযোদ্ধাদের পৃথক কিন্তু সংযুক্ত লড়াইকে উদযাপন করে। অনুষ্ঠানের সূচনা হয় অনকোলজি বিভাগে বেলুন ওড়ানোর মাধ্যমে, এরপর মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি স্বাস্থ্যসচেতনতা সম্পর্কিত বক্তব্য প্রদান করেন। ক্যানসার জয়ী ও চিকিৎসাধীন রোগীরা তাঁদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রার ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে।
এই বিশেষ আয়োজনে মূল আকর্ষণ ছিল মিউসিক থেরাপির আনুষ্ঠানিক সূচনা, যা ডিসান হাসপাতালের সমন্বিত ক্যানসার চিকিৎসা উদ্যোগের এক গুরুত্বপূর্ণ সংযোজন। প্রখ্যাত কণ্ঠশিল্পী স্বপ্না দে-এর নেতৃত্বে গঠিত শিল্পীগোষ্ঠী ‘ভোরের পাখি’ তাঁদের হৃদয় ছোঁয়া পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে মিউসিক থেরাপির শুভ সূচনা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির সঙ্গে সুরের মেলবন্ধনে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা ক্যানসার রোগী ও তাঁদের পরিবারের মনে আশা ও শক্তি জোগায়। এটি ছিল ‘ভোরের পাখি’ ও ডিসান হাসপাতালের এক যৌথ প্রয়াস, যার অধীনে নিয়মিত মাসিক মিউসিক থেরাপি ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্বপ্না দে, যিনি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বলেন, “মিউসিক ও কবিতা হৃদয়ের ভাষা। এটি জীবন, সাহস ও সংগ্রামের কথা বলে। আমাদের সুর ও আবৃত্তির মাধ্যমে ক্যানসার যোদ্ধাদের মনে আমরা আশা ও শক্তি জোগানোর প্রয়াস করছি। ডিসান হাসপাতালের সহায়তায় এই উদ্যোগ বাস্তব রূপ পেয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”
ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাজল দত্ত হাসপাতালের সামগ্রিক ক্যানসার চিকিৎসা উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “ডিসান হাসপাতালে আমরা সর্বদাই রোগীকে প্রধান্য দিই। ক্যানসার চিকিৎসা শুধুমাত্র শারীরিক নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানসিক ও আত্মিক শক্তির চর্চাও। মিউসিক থেরাপিকে আমাদের সমন্বিত ক্যানসার চিকিৎসার অংশ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের রোগীদের আবেগগত ও মানসিক সমর্থন দেবে। ‘ভোরের পাখি’-র সঙ্গে যৌথভাবে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ— মেডিক্যাল অনকোলজিস্ট ডাঃ দেবান্তি ব্যানার্জি, ডাঃ শ্রেয়া মল্লিক, ডাঃ দেবজ্যোতি মজুমদার; নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনোরঞ্জন পি চৌহান ও ডাঃ শ্রেয়া ঘোষ; রেডিয়েশন অনকোলজিস্ট ডাঃ শ্রেয়া চ্যাটার্জি ও ডাঃ শর্মিষ্ঠা রায়; হেড অ্যান্ড নেক সার্জন ডাঃ রামানুজ ঘোষ এবং অনকো সার্জন ডাঃ সমুজ্জ্বল দাস, ডাঃ অভিজিৎ মণ্ডল ও ডাঃ ঈপ্সিতা মিশ্র।