দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল”-এ পুরস্কৃত হল ছবি “মেসবাড়ি”। আপ্লুত ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। মুখ্য চরিত্রে খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ। সংগীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত, কন্ঠে রূপঙ্কর বাগচি।
দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত এবং খেয়ালী ঘোষ দস্তিদার, দেবদূত ঘোষ, বিশ্বনাথ বসু অভিনীত ছবি “মেসবাড়ি” র মুকুটে আরো এক নতুন পালক। সম্মানীয় “দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হল ছবি “মেসবাড়ি”। ছবির গল্প, চিত্রনাট্য,পরিচালনা ও গীতিকারের ভূমিকায় ছিলেন পরিচালক দীপান্বিতা । বেশ কয়েক দিন আগে মুক্তি পেয়েছ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। টলিউড ইন্ড্রাস্টি , দর্শকমহল ও নেটিজেনরা ছবিটির বিশেষ প্রশংসা করেন । পরিচালকের গল্প বিশ্লেষণ ও ছবিটির ডিটেলিং মনে দাগ কেটেছে সবার । বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের কথায় ” গানটা চমৎকার, সবাই খুব ভাল অভিনয় করেছে। ভাবনাটাও ভাল লেগেছে আমার। “
“14 তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারের মত একটা “প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড” এ “মেসবাড়ি” সম্মানিত হওয়ার জন্য বেশ উচ্ছ্বসিত ছবির অভিনেতা থেকে পরিচালক।
এক ‘মেসবাড়ি’-র গল্প। বর্তমান ইঁদুর দৌড়ের যুগে, আমরা সবাই যখন ছুটছি, তখন এক সম্পর্কের বুনোটের গল্প তুলে ধরেছে এই ছবি ‘মেসবাড়ি’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, আবির সেনগুপ্ত, শুভশ্রী সেনগুপ্ত ও অন্যান্যরা।