গিরিশ চন্দ্র ঘোষ এন্ড জি.জি.এস সংস্থার গৌরবময় দেড়শো বছর উদযাপন করা হলো বাংলা নববর্ষের প্রাক্কালে। গানে, কথায় স্মরণ করা হলো এক বাঙালি প্রতিষ্ঠানের গৌরবময় অধ্যায়। অনুষ্ঠান ছিল বর্ষবরণের। গানে ছিলেন ক্যাকটাসের সিধু, স্বাক্ষর বসু,জোজো, সুজয় ভৌমিক, মৌমিতা, স্যাক্সোফোনে মুন জয়েসওয়াল। অনেক বিশিষ্ট জনেদের সাথে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং পার্টনার সুপ্রিয় ঘোষ।
পুরনো দিনের বাংলা এবং হিন্দি গানে, এদিনের সন্ধ্যা ছিল মন ছুঁয়ে যাওয়ার। সিধুর কন্ঠে বাংলার লোকগান হোক বা স্বাক্ষরের কন্ঠে বাংলা ছায়াছবির গান, বা কিশোর কুমারের কালজয়ী হিন্দি ছবির গান। সব মিলিয়ে সঙ্গীতময় ছিল এই সন্ধ্যা।